Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আদানির আল্টিমেটাম, ৭ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বাংলাদেশকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে আদানি পাওয়ার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৭ নভেম্বরের মধ্যে বাংলাদেশ ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে আদানি পাওয়ার।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর বকেয়া পরিশোধের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কৃষি ব্যাংকের মাধ্যমে ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল। কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তিতে উল্লেখিত শর্ত পূরণ করেনি বিপিডিবি।

বকেয়া পরিশোধে বিলম্বের কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড গত ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিবি) ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খণ্ডের গড্ডা প্ল্যান্ট ১,৪৯৬ মেগাওয়াট স্থাপনক্ষমতার বিপরীতে ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। আদানি পাওয়ার ঝাড়খণ্ড বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ সরবরাহকারী, এর পরের স্থানে রয়েছে পায়রা (১,২৪৪ মেগাওয়াট), রামপাল (১,২৩৪ মেগাওয়াট) এবং এসএস পাওয়ার আই (১,২২৪ মেগাওয়াট) প্ল্যান্ট।

খাতসংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া বলছে, ডলার সংকটের কারণে সময়মতো অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।

বার্তাবাজার/এসএইচ  ঢাকা, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১


Our All Office

সদর দপ্তর অফিস

মেকামতলা জোনাল অফিস

অভিযোগ কেন্দ্রের নাম

মোবাইল নম্বর

অভিযোগ কেন্দ্রের নাম

মোবাইল নম্বর

সদর দপ্তর অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০০৮৯৪

মোকমতলা অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০০৮৯৯

পল্লী মঙ্গলহাট অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০৩১৩৪

আমতলী অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০০৯০১

কাহালু জোনাল অফিস

দাড়িদহ অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০২৩৯০

অভিযোগ কেন্দ্রের নাম

মোবাইল নম্বর

নন্দীগ্রাম জোনাল অফিস

কাহালু অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০০৯১০

শেখাহার অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০১৯৯৬

অভিযোগ কেন্দ্রের নাম

মোবাইল নম্বর

জামগ্রাম অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০০৯১১

নন্দীগ্রাম অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০০৮৯৫

আড়োলা অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০৭৩১২

পন্ডিত পুকুর অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০২০৬৪

দুপচাঁচিয়া জোনাল অফিস

পিরব সাব-জেনাল অফিস

দুপচাঁচিয়া অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০০৯০৫

আদমদিঘী অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০০৯০৬

অভিযোগ কেন্দ্রের নাম

মোবাইল নম্বর

বেড়াগ্রাম অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০০৯০৪

পিরব অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০০৯০২

চাঁপাপুর অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০১৯৯৫

নামুজা অভিযোগ কেন্দ্র

০১৭৬৯-৪০০৯০৩