Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আদানির আল্টিমেটাম, ৭ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বাংলাদেশকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে আদানি পাওয়ার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৭ নভেম্বরের মধ্যে বাংলাদেশ ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে আদানি পাওয়ার।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর বকেয়া পরিশোধের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কৃষি ব্যাংকের মাধ্যমে ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল। কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তিতে উল্লেখিত শর্ত পূরণ করেনি বিপিডিবি।

বকেয়া পরিশোধে বিলম্বের কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড গত ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিবি) ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খণ্ডের গড্ডা প্ল্যান্ট ১,৪৯৬ মেগাওয়াট স্থাপনক্ষমতার বিপরীতে ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। আদানি পাওয়ার ঝাড়খণ্ড বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ সরবরাহকারী, এর পরের স্থানে রয়েছে পায়রা (১,২৪৪ মেগাওয়াট), রামপাল (১,২৩৪ মেগাওয়াট) এবং এসএস পাওয়ার আই (১,২২৪ মেগাওয়াট) প্ল্যান্ট।

খাতসংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া বলছে, ডলার সংকটের কারণে সময়মতো অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।

বার্তাবাজার/এসএইচ  ঢাকা, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১


Bill Pay Process By Rocket

রকেটে পল্লি বিদ্যুৎ এর  বিল পরিশোধ করার নিয়ম

পল্লি বিদ্যুৎ এর বিল দেয়া যাবে রকেট থেকেই। রকেট এপ ব্যবহার করে পল্লি বিদ্যুৎ বিল দিতে হলে উপরে উল্লেখিত নিয়ম অনুসরণ করলেই হবে। আপনার সুবিধার্থে আরেকটু আলোচনা করছি।

  • প্রথমে আপনার রকেট একাউন্ট থেকে লগইন করে হোম পেজে আসলে যে Bill pay অপশনটি আছে, সেখানে ক্লিক করুন।
  • পরের ধাপে সার্চ বারে Palli bidyut লিখে সার্চ করুন। করলে আপনার সামনে আপনার বিদ্যুৎ সাপ্লাইয়ার কোম্পানির নাম আসবে, সেখানে ক্লিক করুন।
  • এর পরের ধাপ গুলো উপরে যেভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে, সেভাবে অনুসরণ করে আপনি আপনার পল্লি বিদ্যুৎ বিল পরিষোধ করতে পারবেন।


ডাটা নেই বা মোবাইলে এপ ব্যবহার করা যায় না বা অন্য যে কোনো সমস্যার কারণে যদি আপনার রকেট এর মোবাইল এপ ব্যবহার করতে সমস্যা হয়, তারপরও আপনি রকেট থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন। এই বিল দেয়া যাবে রকেটের যে ইউএসএসডি কোড আছে, সেই কোড ডায়াল করে। কিভাবে তা করতে পারবেন তা নিচে দেখিয়ে দেয়া হলো।



  • *322# ডায়াল করে চলে আসুন রকেটের মেনুতে।
  • এখানে নাম্বার 1 এই আছে Bill pay অপশনটি। 1 লিখে সাবমিট করুন।
  • তারপর কার বিল পে করছেন তা দিন। Self হলে 1 দিন এবং Other হলে 2 দিন।
  • পরের ধাপে পল্লি বিদ্যুৎ এর জন্য ৫ দিন।
  • এরপর আপনার এসএমএস একাউন্ট নাম্বার বা কন্জিউমার নাম্বারটি দিন। দিয়ে Send করুন।
  • এর পরের ধাপে আপনাকে আপনার বিল এমাউন্ট দেখাবে। যদি তা ঠিক থাকে তবে Accept করুন 1 দিয়ে। ঠিক না থাকলে Decline দিন 2 দিয়ে।
  • তারপর আপনার পিন নাম্বারটি দিন। ব্যাস আপনার বিল পেমেন্ট হয়ে গেছে।