Bill Pay Process By Rocket
রকেটে পল্লি বিদ্যুৎ এর বিল পরিশোধ করার নিয়ম
পল্লি বিদ্যুৎ এর বিল দেয়া যাবে রকেট থেকেই। রকেট এপ ব্যবহার করে পল্লি বিদ্যুৎ বিল দিতে হলে উপরে উল্লেখিত নিয়ম অনুসরণ করলেই হবে। আপনার সুবিধার্থে আরেকটু আলোচনা করছি।
- প্রথমে আপনার রকেট একাউন্ট থেকে লগইন করে হোম পেজে আসলে যে Bill pay অপশনটি আছে, সেখানে ক্লিক করুন।
- পরের ধাপে সার্চ বারে Palli bidyut লিখে সার্চ করুন। করলে আপনার সামনে আপনার বিদ্যুৎ সাপ্লাইয়ার কোম্পানির নাম আসবে, সেখানে ক্লিক করুন।
- এর পরের ধাপ গুলো উপরে যেভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে, সেভাবে অনুসরণ করে আপনি আপনার পল্লি বিদ্যুৎ বিল পরিষোধ করতে পারবেন।
ডাটা নেই বা মোবাইলে এপ ব্যবহার করা যায় না বা অন্য যে কোনো সমস্যার কারণে যদি আপনার রকেট এর মোবাইল এপ ব্যবহার করতে সমস্যা হয়, তারপরও আপনি রকেট থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন। এই বিল দেয়া যাবে রকেটের যে ইউএসএসডি কোড আছে, সেই কোড ডায়াল করে। কিভাবে তা করতে পারবেন তা নিচে দেখিয়ে দেয়া হলো।
- *322# ডায়াল করে চলে আসুন রকেটের মেনুতে।
- এখানে নাম্বার 1 এই আছে Bill pay অপশনটি। 1 লিখে সাবমিট করুন।
- তারপর কার বিল পে করছেন তা দিন। Self হলে 1 দিন এবং Other হলে 2 দিন।
- পরের ধাপে পল্লি বিদ্যুৎ এর জন্য ৫ দিন।
- এরপর আপনার এসএমএস একাউন্ট নাম্বার বা কন্জিউমার নাম্বারটি দিন। দিয়ে Send করুন।
- এর পরের ধাপে আপনাকে আপনার বিল এমাউন্ট দেখাবে। যদি তা ঠিক থাকে তবে Accept করুন 1 দিয়ে। ঠিক না থাকলে Decline দিন 2 দিয়ে।
- তারপর আপনার পিন নাম্বারটি দিন। ব্যাস আপনার বিল পেমেন্ট হয়ে গেছে।