Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আদানির আল্টিমেটাম, ৭ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বাংলাদেশকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে আদানি পাওয়ার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৭ নভেম্বরের মধ্যে বাংলাদেশ ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে আদানি পাওয়ার।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর বকেয়া পরিশোধের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কৃষি ব্যাংকের মাধ্যমে ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল। কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তিতে উল্লেখিত শর্ত পূরণ করেনি বিপিডিবি।

বকেয়া পরিশোধে বিলম্বের কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড গত ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিবি) ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খণ্ডের গড্ডা প্ল্যান্ট ১,৪৯৬ মেগাওয়াট স্থাপনক্ষমতার বিপরীতে ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। আদানি পাওয়ার ঝাড়খণ্ড বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ সরবরাহকারী, এর পরের স্থানে রয়েছে পায়রা (১,২৪৪ মেগাওয়াট), রামপাল (১,২৩৪ মেগাওয়াট) এবং এসএস পাওয়ার আই (১,২২৪ মেগাওয়াট) প্ল্যান্ট।

খাতসংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া বলছে, ডলার সংকটের কারণে সময়মতো অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।

বার্তাবাজার/এসএইচ  ঢাকা, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১


Bill payment By Using Bikash

বিস্তারিত নিয়ম কানুন : https://www.bkash.com/bn/paybill/pallibidyut ওয়েব সাইটে দেওয়া আছে।

https://youtu.be/pXfDF7HFtsA

 

ডায়াল *২৪৭#
• ‌সি‌লেক্ট: ৫ For PAY BILL
• সি‌লেক্ট: ১ For ELECTRICITY
• সি‌লেক্ট: ১ For PALLI BIDYUT
• সিলেক্ট: ১ বিল যাচাই এর জন্য। আর সি‌লেক্ট: ২ বিল প‌রি‌শো‌ধের জন্য।
• তারপর OK চাপুন।
• বিল ১৩ সংখ্যার এসএমএস হিসাব নং দিন। (যেমন- ১০০৩০১ XXX XXXX)
• তারপর OK চাপুন।
• বি‌লের মা‌সের নাম। যেমন জুন ২০১৮ হ‌লে, ০৬২০১৮ ।
• তারপর OK চাপুন।
• তারপর আপনার বিকাশ পিন দিন।
• তারপর OK চাপুন।

প্রথ‌মে আপনা‌কে একটা ম্যা‌সেজ দি‌বে রি‌সিভ ব‌লে। প‌রে আপনা‌কে আ‌রেক‌টি ম্যা‌সেজ দি‌বে বি‌লের তথ্য/প‌রি‌শো‌ধের তথ্য।
(বিল প‌রি‌শো‌ধের SMS হ‌তে TRX ID ও তা‌রিখ বি‌লের উপ‌রে স্পষ্ট ক‌রে লি‌খে রাখুন। যে কোন সময় প্র‌য়োজন হ‌বে।)