০১) সম্মানিত গ্রাহক
আসসালামু আলাইকুম। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১/০৫/২০২৫ খ্রিঃ তারিখ রোজ- শনিবার ৩৩
কেভি বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত বগুড়া সদরের আওতাধীন (৫-ই ও ৪-ডি ফিডার) ইসলামপুর, হরিগাড়ি, পাটিতাপাড়া, কহিতকূল, বেলাইল, হাসান জুট মিল এলাকা সমূহ, বেলগাড়ি, পশ্চিম পালশা, নিনাইল, চকদূগা, চান্দাই, বানদিঘী, দুর্বাগাড়ী, কদমতলি, ঘোলাগাড়ী, দোগাড়ীয়া, কাহলা, বিমানবন্দর, ছিলিমপুর তেলিপুকুর, গোদারপাড়া, ছোট কুমিড়া,
বড়কুমিড়া, বানদিঘী (হাপানিয়া), টেংরা বাইপাস পর্যন্ত, কৃষ্ণপুর, শিকারপুর, দশটিকা, নুনগোলা, শশীবদনী, হাজরাদিঘী, সরলপুর পাকুড়তলা, তারাপাড়া, চাঁদমুহা, হরিপুর, আশোকোলা, কুকরুইল, দাড়িয়াল, তেলধাপ, অন্তাহার, কাহলা, রজাকপুর ইত্যাদি এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় আন্তরিকভাবে দুঃখিত।
ডিজিএম (কারিগরি-সদর দপ্তর)
বগুড়া পবিস-১।
০২) সম্মানিত গ্রাহক
আসসালামু আলাইকুম। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১/০৫/২০২৫ খ্রিঃ তারিখ রোজ- শনিবার ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৭:০০ ঘটিকা হতে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত কাহালু উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় আন্তরিকভাবে দুঃখিত।
মোঃ শাহাদৎ হোসেন
ডিজিএম, কাহালু জোনাল অফিস
বগুড়া পবিস-১।