Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। আপনি রকেট, বিকাশ, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে অতিরিক্ত খরচ ছাড়াই বাড়িতে বসেই আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন। সম্ভাব্য লোডশেডিংয়ের সময়সূচী প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকানপাট, শপিংমল, মার্কেট, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার এড়িয়ে চলুন। আপনি যদি একা এসি ব্যবহার করেন তবে তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখুন। মোটর, লোহা, চুলা, সেচ পাম্প, লন্ড্রি, ওয়েল্ডিং মেশিন/যান্ত্রিক ওয়ার্কশপ, ইজিবাইকের চার্জিং বন্ধ রাখুন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত। জরুরী প্রয়োজনে পল্লী বিদ্যুত সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/


শিরোনাম
বিদ্যুৎ বন্ধের নোটিশ।
বিস্তারিত
০১) সম্মানিত গ্রাহক
আসসালামু আলাইকুম। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১/০৫/২০২৫ খ্রিঃ তারিখ রোজ- শনিবার ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত বগুড়া সদরের আওতাধীন (৫-ই ও ৪-ডি ফিডার) ইসলামপুর, হরিগাড়ি, পাটিতাপাড়া, কহিতকূল, বেলাইল, হাসান জুট মিল এলাকা সমূহ, বেলগাড়ি, পশ্চিম পালশা, নিনাইল, চকদূগা, চান্দাই, বানদিঘী, দুর্বাগাড়ী, কদমতলি, ঘোলাগাড়ী, দোগাড়ীয়া, কাহলা, বিমানবন্দর, ছিলিমপুর তেলিপুকুর, গোদারপাড়া, ছোট কুমিড়া,
বড়কুমিড়া, বানদিঘী (হাপানিয়া), টেংরা বাইপাস পর্যন্ত, কৃষ্ণপুর, শিকারপুর, দশটিকা, নুনগোলা, শশীবদনী, হাজরাদিঘী, সরলপুর পাকুড়তলা, তারাপাড়া, চাঁদমুহা, হরিপুর, আশোকোলা, কুকরুইল, দাড়িয়াল, তেলধাপ, অন্তাহার, কাহলা, রজাকপুর ইত্যাদি এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় আন্তরিকভাবে দুঃখিত। 
ডিজিএম (কারিগরি-সদর দপ্তর)
বগুড়া পবিস-১।
০২) সম্মানিত গ্রাহক
আসসালামু আলাইকুম। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১/০৫/২০২৫ খ্রিঃ তারিখ রোজ- শনিবার ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৭:০০ ঘটিকা হতে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত কাহালু উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় আন্তরিকভাবে দুঃখিত। 
মোঃ শাহাদৎ হোসেন 
ডিজিএম, কাহালু জোনাল অফিস 
বগুড়া পবিস-১।
ডাউনলোড
প্রকাশের তারিখ
29/05/2025
আর্কাইভ তারিখ
30/06/2025