Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


  To be done by the respected electricity consumers with the aim of uninterrupted power supply in the current irrigation season

1. Water level is decreasing day by day due to underground water extraction. Therefore, in order to ensure efficient use of electricity and energy, reduce irrigation costs by keeping the land dry and wet in paddy cultivation through the popular wet and dry method.
2. Keep the irrigation pump running from 11 pm to 7 am to ensure uninterrupted power supply to the irrigation pump.

3. Avoid hooking or illegal electrical connections to avoid accidents.
4. Avoid using extra lamps in shops, shopping malls, petrol pumps and CNG stations to get lower electricity bill benefits.
5. Above all, be economical in electricity consumption. It is your profit as well as the country's profit.


Bill Pay Process By Rocket

রকেটে পল্লি বিদ্যুৎ এর  বিল পরিশোধ করার নিয়ম

পল্লি বিদ্যুৎ এর বিল দেয়া যাবে রকেট থেকেই। রকেট এপ ব্যবহার করে পল্লি বিদ্যুৎ বিল দিতে হলে উপরে উল্লেখিত নিয়ম অনুসরণ করলেই হবে। আপনার সুবিধার্থে আরেকটু আলোচনা করছি।

  • প্রথমে আপনার রকেট একাউন্ট থেকে লগইন করে হোম পেজে আসলে যে Bill pay অপশনটি আছে, সেখানে ক্লিক করুন।
  • পরের ধাপে সার্চ বারে Palli bidyut লিখে সার্চ করুন। করলে আপনার সামনে আপনার বিদ্যুৎ সাপ্লাইয়ার কোম্পানির নাম আসবে, সেখানে ক্লিক করুন।
  • এর পরের ধাপ গুলো উপরে যেভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে, সেভাবে অনুসরণ করে আপনি আপনার পল্লি বিদ্যুৎ বিল পরিষোধ করতে পারবেন।


ডাটা নেই বা মোবাইলে এপ ব্যবহার করা যায় না বা অন্য যে কোনো সমস্যার কারণে যদি আপনার রকেট এর মোবাইল এপ ব্যবহার করতে সমস্যা হয়, তারপরও আপনি রকেট থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন। এই বিল দেয়া যাবে রকেটের যে ইউএসএসডি কোড আছে, সেই কোড ডায়াল করে। কিভাবে তা করতে পারবেন তা নিচে দেখিয়ে দেয়া হলো।



  • *322# ডায়াল করে চলে আসুন রকেটের মেনুতে।
  • এখানে নাম্বার 1 এই আছে Bill pay অপশনটি। 1 লিখে সাবমিট করুন।
  • তারপর কার বিল পে করছেন তা দিন। Self হলে 1 দিন এবং Other হলে 2 দিন।
  • পরের ধাপে পল্লি বিদ্যুৎ এর জন্য ৫ দিন।
  • এরপর আপনার এসএমএস একাউন্ট নাম্বার বা কন্জিউমার নাম্বারটি দিন। দিয়ে Send করুন।
  • এর পরের ধাপে আপনাকে আপনার বিল এমাউন্ট দেখাবে। যদি তা ঠিক থাকে তবে Accept করুন 1 দিয়ে। ঠিক না থাকলে Decline দিন 2 দিয়ে।
  • তারপর আপনার পিন নাম্বারটি দিন। ব্যাস আপনার বিল পেমেন্ট হয়ে গেছে।