Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চলতি সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণের করণীয়


১।ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের কারণে পানির স্তর দিন দিন নেমে যাচ্ছ । তাই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জনপ্রিয় ওয়েট এন্ড ড্রাই পদ্ধতির মাধ্যমে ধান চাষে জমি শুকনো ও ভিজা রেখে পরিমিত সেচ প্রদানের মাধ্যমে সেচ খরচ কমান । 

২। সেচ পাম্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষে রাত ১১ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত সেচ পাম্প চালু রাখুন । 

৩। দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে হুকিংবা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকুন ।

৪। নিম্নহারে বিদ্যুৎ বিল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে দোকান,শপিং মল,পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে বিরত থাকুন । 

৫। সর্বোপরি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হউন । এতে আপনার লাভ তথা দেশের লাভ ।                                                                                                                

                                      অনুরোধক্রমে-

                                      জেনারেল ম্যানেজার, 

                                      বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১


রকেটে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

রকেটে পল্লি বিদ্যুৎ এর  বিল পরিশোধ করার নিয়ম

পল্লি বিদ্যুৎ এর বিল দেয়া যাবে রকেট থেকেই। রকেট এপ ব্যবহার করে পল্লি বিদ্যুৎ বিল দিতে হলে উপরে উল্লেখিত নিয়ম অনুসরণ করলেই হবে। আপনার সুবিধার্থে আরেকটু আলোচনা করছি।

  • প্রথমে আপনার রকেট একাউন্ট থেকে লগইন করে হোম পেজে আসলে যে Bill pay অপশনটি আছে, সেখানে ক্লিক করুন।
  • পরের ধাপে সার্চ বারে Palli bidyut লিখে সার্চ করুন। করলে আপনার সামনে আপনার বিদ্যুৎ সাপ্লাইয়ার কোম্পানির নাম আসবে, সেখানে ক্লিক করুন।
  • এর পরের ধাপ গুলো উপরে যেভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে, সেভাবে অনুসরণ করে আপনি আপনার পল্লি বিদ্যুৎ বিল পরিষোধ করতে পারবেন।


ডাটা নেই বা মোবাইলে এপ ব্যবহার করা যায় না বা অন্য যে কোনো সমস্যার কারণে যদি আপনার রকেট এর মোবাইল এপ ব্যবহার করতে সমস্যা হয়, তারপরও আপনি রকেট থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন। এই বিল দেয়া যাবে রকেটের যে ইউএসএসডি কোড আছে, সেই কোড ডায়াল করে। কিভাবে তা করতে পারবেন তা নিচে দেখিয়ে দেয়া হলো।



  • *322# ডায়াল করে চলে আসুন রকেটের মেনুতে।
  • এখানে নাম্বার 1 এই আছে Bill pay অপশনটি। 1 লিখে সাবমিট করুন।
  • তারপর কার বিল পে করছেন তা দিন। Self হলে 1 দিন এবং Other হলে 2 দিন।
  • পরের ধাপে পল্লি বিদ্যুৎ এর জন্য ৫ দিন।
  • এরপর আপনার এসএমএস একাউন্ট নাম্বার বা কন্জিউমার নাম্বারটি দিন। দিয়ে Send করুন।
  • এর পরের ধাপে আপনাকে আপনার বিল এমাউন্ট দেখাবে। যদি তা ঠিক থাকে তবে Accept করুন 1 দিয়ে। ঠিক না থাকলে Decline দিন 2 দিয়ে।
  • তারপর আপনার পিন নাম্বারটি দিন। ব্যাস আপনার বিল পেমেন্ট হয়ে গেছে।