Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চলতি সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণের করণীয়


১।ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের কারণে পানির স্তর দিন দিন নেমে যাচ্ছ । তাই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জনপ্রিয় ওয়েট এন্ড ড্রাই পদ্ধতির মাধ্যমে ধান চাষে জমি শুকনো ও ভিজা রেখে পরিমিত সেচ প্রদানের মাধ্যমে সেচ খরচ কমান । 

২। সেচ পাম্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষে রাত ১১ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত সেচ পাম্প চালু রাখুন । 

৩। দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে হুকিংবা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকুন ।

৪। নিম্নহারে বিদ্যুৎ বিল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে দোকান,শপিং মল,পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে বিরত থাকুন । 

৫। সর্বোপরি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হউন । এতে আপনার লাভ তথা দেশের লাভ ।                                                                                                                

                                      অনুরোধক্রমে-

                                      জেনারেল ম্যানেজার, 

                                      বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১


বিকাশের মাধ্যমে বিল পরিশোধ

বিস্তারিত নিয়ম কানুন : https://www.bkash.com/bn/paybill/pallibidyut ওয়েব সাইটে দেওয়া আছে।

https://youtu.be/pXfDF7HFtsA

 

ডায়াল *২৪৭#
• ‌সি‌লেক্ট: ৫ For PAY BILL
• সি‌লেক্ট: ১ For ELECTRICITY
• সি‌লেক্ট: ১ For PALLI BIDYUT
• সিলেক্ট: ১ বিল যাচাই এর জন্য। আর সি‌লেক্ট: ২ বিল প‌রি‌শো‌ধের জন্য।
• তারপর OK চাপুন।
• বিল ১৩ সংখ্যার এসএমএস হিসাব নং দিন। (যেমন- ১০০৩০১ XXX XXXX)
• তারপর OK চাপুন।
• বি‌লের মা‌সের নাম। যেমন জুন ২০১৮ হ‌লে, ০৬২০১৮ ।
• তারপর OK চাপুন।
• তারপর আপনার বিকাশ পিন দিন।
• তারপর OK চাপুন।

প্রথ‌মে আপনা‌কে একটা ম্যা‌সেজ দি‌বে রি‌সিভ ব‌লে। প‌রে আপনা‌কে আ‌রেক‌টি ম্যা‌সেজ দি‌বে বি‌লের তথ্য/প‌রি‌শো‌ধের তথ্য।
(বিল প‌রি‌শো‌ধের SMS হ‌তে TRX ID ও তা‌রিখ বি‌লের উপ‌রে স্পষ্ট ক‌রে লি‌খে রাখুন। যে কোন সময় প্র‌য়োজন হ‌বে।)